26 C
Dhaka
Thursday, October 2, 2025

নবীগঞ্জে নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আরও পড়ুন

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ)

‎হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুরে নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনু শব্দকর (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত বেনু শব্দকর নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছালামতপুর এলাকার সৌদি প্রবাসী সুহেল মিয়ার বাড়ির ছাদের ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় কাজ করতে গিয়ে অসাবধানতাবশত তিনি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের সংস্পর্শে এসে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশঙ্কাজনক অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎স্থানীয়রা অভিযোগ করেছেন, ছাদ ঢালাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ চলার সময় বাড়ির উপর দিয়ে যাওয়া উচ্চভোল্টেজের বিদ্যুতের লাইন সরানোর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন রঞ্জিত নামের একজন ঠিকাদার।

‎দুর্ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে নিহতের পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে ১ লাখ ৭৫ হাজার টাকায় আপোষ-মিমাংসা হয় বলে জানা গেছে।

‎এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আপোষে মিমাংসা হয়েছে বলে জানিয়েছে উভয় পক্ষ। তবে পরবর্তীতে আইনি প্রক্রিয়াও চলতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর