25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

আরও পড়ুন

স্বপন রবি দাশ (হবিগঞ্জ)

‎হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার সালামতপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে পিন্টু চন্দ্র দেব (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

‎শনিবার (১২ জুলাই) দুপুর আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত পিন্টু চন্দ্র দেব নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কানাইপুর এলাকার মৃত সুকুমার দেবের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সালামতপুর গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে কাজ করছিলেন পিন্টু। এ সময় মালিক সুহেদা বেগমের নির্মাণাধীন ঘরের টিনের ছাপড়ার ভেতর বাঁশের মারাইলের সাথে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

‎প্রাথমিক তদন্তে জানা যায়, পারিবারিক ও কর্মস্থলের বিভিন্ন সমস্যার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে রহস্যের সৃষ্টি হয়েছে।

‎নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

‎এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “ঘটনার তদন্ত চলছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর