স্বপন রবি দাশ (হবিগঞ্জ)
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার সালামতপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে পিন্টু চন্দ্র দেব (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শনিবার (১২ জুলাই) দুপুর আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত পিন্টু চন্দ্র দেব নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কানাইপুর এলাকার মৃত সুকুমার দেবের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সালামতপুর গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে কাজ করছিলেন পিন্টু। এ সময় মালিক সুহেদা বেগমের নির্মাণাধীন ঘরের টিনের ছাপড়ার ভেতর বাঁশের মারাইলের সাথে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, পারিবারিক ও কর্মস্থলের বিভিন্ন সমস্যার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে রহস্যের সৃষ্টি হয়েছে।
নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “ঘটনার তদন্ত চলছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।