25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

৫২ বছর বয়সে পরীক্ষা দিয়ে ১ বিষয়ে অকৃতকার্য ইউপি সদস্য দেলোয়ার-আগামী বছর আবারও দিবেন পরিক্ষা

আরও পড়ুন

আল আমিন (নাটোর)

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য দেলোয়ার হোসেন দুলু ৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আশা ছিল ভালো ফল করবেন। কিন্তু ইংরেজিতে ফেল করায় সেই আশা পূরণ হয়নি। তবে তিনি মনোবল হারাননি। আগামী বছর আবারও তিনি পরীক্ষা দেবেন বলে জানিয়েছেন।

দীর্ঘ ৩৩ বছর পর কলম ধরেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, তিনি দুঃখজনকভাবে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। স্বপ্ন গেছে তার। তবু দুলুর মুখে হতাশা নয়, বরং দৃঢ় প্রত্যয় নিয়ে বলেছেন, ‘পরেরবার আবার অংশ নেব এবং পাস করেই দেখাব।’

জানা যায়, ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন দেলোয়ার হোসেন দুলু। ১৯৮৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় প্রাথমিক বৃত্তি এবং ১৯৮৮ সালে অষ্টম শ্রেণিতে জামনগর দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি লাভ করেন। এরপর ১৯৯০ সালে বাগাতিপাড়া কেন্দ্রে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন।কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেনের নির্দেশে তিনি বহিষ্কৃত হন। ঘটনাটি মানসিকভাবে দুলুকে এতটাই ভেঙে দেয় যে সেখানেই তার শিক্ষাজীবনের ইতি ঘটে। তবে ২০২১ সালে ইউপি নির্বাচনে জয়লাভ করে আবারও ফিরে আসে তার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস। সিদ্ধান্ত নেন জীবনের অপূর্ণ অধ্যায়টি শেষ করতেই হবে।

এরপর ২০২২ সালে রাজশাহীর চারঘাট উপজেলার উমরগাড়ী দারুল খায়ের দ্বিমুখী দাখিল মাদ্রাসায় নবম শ্রেণিতে ভর্তি হন এবং এ বছর ওই মাদ্রাসার কারিগরি শাখায় কম্পিউটার ট্রেডে এসএসসি পরীক্ষায় অংশ নেন। সব বিষয়ে ভালোভাবে পাস করলেও ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তবে এতে তিনি দমে যাননি। জানিয়েছেন, ‘আমার পরিবারের সবাই শিক্ষিত। শুধু আমিই পিছিয়ে ছিলাম। এটাই আমাকে কুঁরে কুঁরে খেত। এবার চেষ্টা করলাম। পরেরবার আরও ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেব। ইংরেজিতে পাস করেই ছাড়ব ইনশাআল্লাহ।’

এ বিষয়ে জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, ‘এই বয়সে বই-খাতা নিয়ে আবার বসা, তাও পরীক্ষার হলে, এটা সাহসের পরিচয়। দুলু ভাই দেখিয়ে দিয়েছেন, ইচ্ছা থাকলে বয়স কোনো বাধা নয়।’ এই প্রচেষ্টা আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি পর্যায়ে নতুন করে শুরু করা সম্ভব, যদি মন থেকে চাওয়া যায়। তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর