26 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে প্লাবিত এলাকায় হিল ভিডিপি সদস্যদের উদ্ধারকার্য ও ত্রাণ বিতরণ

আরও পড়ুন

বিপ্লব তালুকদার (খাগড়াছড়ি)

খাগড়াছড়ি টানা বৃষ্টিতে টানা অতিবৃষ্টিতে খাগড়াছড়ির সদর, দীঘিনালা উপজেলা ও রামগড় উপজেলা সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়।

দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ছোট মেরুং এর প্লাবিত এলাকায় হিল ভিডিপি সদস্যরা পানিবন্দী থাকা লোকদের নৌকার মাধ্যমে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়, সুবহানপুরের পানিবন্দি পথচারীদের রাস্তা পারাপারে সহায়তা, বৃদ্ধ ও শিশুদেরকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে এবং গবাদি পশুকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে সহায়তা করছেন। দীঘিনালা উপজেলার প্লাবিত এলাকা থেকে ফসল গুলো নিরাপদ স্থানে পৌছাতেও সহায়তা করছেন।

হিল ভিডিপি সদস্যরা স্থানীয় প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট এর সাথে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। দীঘিনালা উপজেলার থেকে প্রায় ২৫-৩০ জন হিল ভিডিপি সদস্য প্লাবিত এলাকা সমুহে আক্রান্ত লোকদেরকে বিভিন্নভাবে সহায়তা করে আসছে।

এছাড়া রামগড় উপজেলার বিভিন্ন এলাকাও প্লাবিত হয়। তন্মধ্যে রামগড় পৌরসভা, ১নং রামগড় ও ২নং পাতাছাড়া ইউনিয়নের ঢাকা কলোনি, লামকুপাড়া, বলিপাড়া ওয়াইফা পাড়া, খাগড়াবিল হতীরখেদা ও রুপাইছড়া এলাকা সমূহে হিল ভিডিপি সদস্যগণ উপজেলার প্রশাসনের সাথে সমন্বয় করে পানিবন্দী লোকদের মাঝে ত্রাণ বিতরণসহ অন্যান্য কার্যক্রমে সহায়তা প্রদান, ক্ষতিগ্রস্ত বাধসমূহ মেরামতে সার্বিক সহায়তা করছেন। রামগড় উপজেলা থেকে ১৫ জন হিল ভিডিপি সদস্যগণ প্লাবিত এলাকা সমুহে আক্রান্ত লোকদেরকে বিভিন্নভাবে সহায়তা করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর