26 C
Dhaka
Thursday, October 2, 2025

পটিয়ায় জোর পূর্বক জায়গা দখল চেষ্টার অভিযোগ

আরও পড়ুন

মহিউদ্দীন চৌধুরী (পটিয়া, চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় জোর পূর্বক জায়গা দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এক বৃদ্ধ।
অভিযোগকারী হলেন,পটিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের আইয়ুব বাবুলের বাড়ির মৃত আবিদুর রহমানের ছেলে সোলতান আহমদ চৌধুরী (৬৯)।

এ ঘটনায় পটিয়া থানায় সোলতান আহমদ চৌধুরী বাদী হয়ে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বাদী ও ডায়েরি সূত্রে জানা যায়, আজ বুধবার (৯ জুলাই) সকাল ৮ ঘটিকার সময় সুচক্রদন্ডী মৌজার আর এস ২৩২১ ও ২৩২২ দাগে বাদীর জমি জোর পূর্বক নির্মাণ সামগ্রী মজুত করে কাজ করছে। উক্ত জায়গা নিয়ে বিবাদীদের সাথে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে।

বাদী সোলতান আহমদ চৌধুরী জানান, আমি বিবাদীগনের সহিত বিবাদ নিষ্পত্তি করার জন্য স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে একাধিকবার চেষ্টা করি। কিন্তু বিবাদীগন কাহারো বিচার মানে না বলে জানায়। বর্তমানে বিবাদীগন আমার খরিদেয় সম্পত্তির মধ্যে নির্মান কাজ করার প্রস্তুতি গ্রহন করেছে। বিবাদীগনকে আমার খরিদেয় সম্পত্তির মধ্যে নির্মান কাজ করিতে নিষেধ করলে বিবাদীগন আমার কথায় কর্নপাত না করে উপুযপরি আমার সহিত মারমুখী আচরন করে ও আমাকে বিবাদমান জায়গার দাবি ছেড়ে দিতে বলে। আমি বর্ণিত জমি দখল বেদখলকে কেন্দ্র করে উক্ত স্থানের আইন শৃঙ্খলা পরিস্থীতির অবনতি সহ রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা করিতেছি।

বিবাদীরা হলেন, (১) মোঃ রেজাউল হক (৩৫), পিতা-মোঃ এ কে ফজলুল হক সাং-খানমোহনা ধলঘাট ইউপি ২। মোঃ রমজান আলী (৩২) পিতা-আবদুল আলিম সাং-করল মাহাবুব চেয়ারম্যানের বাড়ি, ভাটিখাইন ইউপি ৩। মোঃ সফিকুল ইসলাম চৌধুরী (৪০) পিতা-মৌলভী আব্দুর রহিম সাং-আজিমপুর অলিরহাট, আলী আকবর চৌধুরী বাড়ি, কচুয়াই ইউপি সর্ব থানা-পটিয়া জেলা-চট্টগ্রাম ৪। মোঃ রহমত উল্ল্যাহ (৩০) পিতা-মোঃ হোসেন সাং-দক্ষিন করলডেঙ্গা আহল্লা মাতব্বর বাড়ি থানা-বোয়ালখালী জেলা-চট্টগ্রাম।

সোলতান আহমদ চৌধুরী পটিয়া থানার এসআই মো. কামাল মিয়া জানান, এ বিষয়ে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর