25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

পঞ্চগড় সবুজ আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

আরও পড়ুন

উমর ফারুক (পঞ্চগড়)

পরিবেশবাদী সামাজিক সংগঠন পঞ্চগড় সবুজ আন্দোলনের উদ্যোগে পরিবেশ বিপর্যয় রোধে করণয়  শীর্ষক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার (৬ জুলাই) পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি ,হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় এর উপ পরিচালক মোঃ ইউসুফ আলী, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, টুনিরহাট আদর্শ বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক, পঞ্চগড় সবুজ আন্দোলন এর শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক পরিচালক মোঃ আব্দুল হাই, অনুষ্ঠান সঞ্চালনা করেন পঞ্চগড় সবুজ আন্দোলন এর সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম।

আয়োজিত অনুষ্ঠানে পরিবেশের বিপর্যয়ের রোধে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। এ সময় তিনি বলেন, বর্তমান বিশ্বে পরিবেশ বিপর্যয় ভয়াবহ রূপ ধারণ করেছে। এমতাবস্থায় আমাদের সকলকে সচেতন হয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। অন্যথায় আমাদের পরবর্তী প্রজন্মের উপর এর ভয়ংকর প্রভাব পরবে। প্লাস্টিক দূষণ, শব্দ দূষণ সহ পরিবেশের জন্য ক্ষতির কারণ হতে পারে এমন সকল বিষয়ে আমাদেরকে এখনই সচেতন হতে হবে। প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সঠিক পরিচর্যার মাধ্যমে গাছকে বেড়ে ওঠার পরিবেশ তৈরি করে দিতে হবে।

পরিবেশ বিপর্যয়ের উপর বিস্তারিত আলোচনা ও ভিডিও চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে উপস্থিত সকলকে বিশেষ ধারণা প্রদান করেন, পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় এর উপ-পরিচালক মোঃ ইউসুফ আলী। পরবর্তীতে উপস্থিত সকলের মাঝে ফলজ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত সকলেই পঞ্চগড় সবুজ আন্দোলন কর্তৃক আয়োজিত এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর