26 C
Dhaka
Thursday, October 2, 2025

‎চুনারুঘাটে নির্মম হত্যাকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

আরও পড়ুন

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ)

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর বাসস্ট্যান্ড এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

‎জানা গেছে, গত ৪ জুন  চান্দপুর বাসস্ট্যান্ড এলাকায় মর্তুজ আলী নামে এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে লাঠি, লোহার রড, কাঠের বাটামসহ বিভিন্ন দেশীয় প্রাণঘাতী অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে পুলিশ দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করে। এরই অংশ হিসেবে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

‎তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তদন্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

‎পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকাবাসীর নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর