বিপ্লব তালুকদার (খাগড়াছড়ি)
পাহাড়ি ফল মেলা ২০২৫ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফল উপহার দিয়েছেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
শনিবার (০৫ জুলাই) বিকেলে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত প্রধান উপদেষ্টার বাসভবনে প্রধান উপদেষ্টা সাথে সৌজন্য সাক্ষাত শেষে ফল উপহার দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন,অনিন্দ্য-সুন্দর পার্বত্য ভূমির বৈচিত্র্যময় সুস্বাদু ফলের সমাহারে অনুষ্ঠিত পাহাড়ি ফল মেলা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মহোদয় ফল উপহার গ্রহণ করায় খাগড়াছড়িবাসী প্রধান উপদেষ্টার কাছে কৃতজ্ঞ।এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেত্বতে খাগড়াছড়িতে পর্যটন অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন সম্ভব বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শহিদুল সুমন সহ অন্যরা।