বিপ্লব তালুকদার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ি সদরস্থ সনাতনী মঠ মন্দিরের নেতৃবৃন্দে আয়োজনে আঞ্চলিক পরিষদ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর সনাতনী হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি নিশ্চিত করণ ও বিভিন্ন সমসাময়িকী বিষয় নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির নিজস্ব ভবন কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সুধীর দত্ত সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার নির্মল দাশ, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ এর সভাপতি অশোক মজুমদার, খাগড়াছড়ি লক্ষী নারায়ণ মন্দিরের সহ – সভাপতি আশীষ ভট্টাচার্য, খাগড়াছড়ি লক্ষী নারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব ও ডাঃ মনোরঞ্জন দেব সহ আরো অনেকেই।
এতে আরো অংশ নেন খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দ, খাগড়াছড়ি বাগীশিক নেতৃবৃন্দ , বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর নেতৃবৃন্দ, জাগো হিন্দু পরিষদ এর নেতৃবৃন্দ সহ খাগড়াছড়ি সদরস্থ সনাতনী মঠ মন্দিরের নেতৃবৃন্দ।