25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

মাধবপুরে নারী মাদক ব্যবসায়ী সাফিয়া ইয়াবাসহ আটক

আরও পড়ুন

স্বপন রবি দাশ (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুর উপজেলার দেওগাঁও গ্রামে অভিযান চালিয়ে সাফিয়া আক্তার (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ৮৪ হাজার টাকা।

বুধবার (২ জুলাই) গভীর রাতে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জের একটি দল যৌথভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দেওগাঁও এলাকা থেকে তাকে আটক করে।

আটক সাফিয়া আক্তার ওই গ্রামের মামুন মিয়ার স্ত্রী।

ঘটনার পর তার বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাফিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ থাকলেও এবারই প্রথম তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেন।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর