25 C
Dhaka
Thursday, October 2, 2025

মাধবপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আরও পড়ুন

স্বপন রবি দাশ (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুকুরে ডুবে একসাথে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—একরাম মিয়া (৭) ও তামান্না আক্তার (৭)। একরাম মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামের আনাম মিয়ার ছেলে। সে তার নানা আইয়ুব আলীর বাড়িতে বরুড়া গ্রামে বসবাস করত। অপরদিকে তামান্না একই গ্রামের সুলেমান মিয়ার মেয়ে।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরে খেলতে খেলতে একরাম ও তামান্না বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখা না পাওয়ায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরে নেমে তল্লাশি চালিয়ে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের মৃত ঘোষণা করা হয়।

একরামের মা মর্জিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মানিক ধন এভাবে চলে যাবে কখনো কল্পনাও করিনি। এখন আমি কী নিয়ে বাঁচব!”

খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর