25 C
Dhaka
Thursday, October 2, 2025

জকিগঞ্জের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

আরও পড়ুন

আহসান হাবীব লায়েক (জকিগঞ্জ, সিলেট)

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় তিনি বলেন, “জকিগঞ্জবাসী দীর্ঘদিন ধরে নদীভাঙন, স্বাস্থ্যসেবা সংকট, ভাঙাচোরা সড়ক ও সরকারি দপ্তরগুলোর জনবল সংকটে ভুগছেন। এসব সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ নিতে আমি সংসদে মানুষের প্রতিনিধিত্ব করতে চাই।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা জালাল উদ্দীন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি সারওয়ার হোসেন।

এসময় শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন খান, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি দেলোয়ার লস্কর, সুরা সদস্য মুহিব আহমদ চৌধুরী জামিল , উপজেলা উত্তর শিবির সভাপতি নাজির আহমদ আফজাল, উপজেলা জামায়াত যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান, শিবির উত্তর সেক্রেটারি ফজল আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং গঠনমূলক ভূমিকার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় জামায়াতে ইসলামী মনোনীত সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান বলেন, “নির্বাচনের আগেই আমি জকিগঞ্জবাসীর স্বাস্থ্যসেবা ও নদীভাঙনের ভয়াবহতা নিয়ে গভীরভাবে চিন্তিত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ও অব্যবস্থাপনা মানুষকে প্রতিদিন দুর্ভোগে ফেলছে। অন্যদিকে সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙনে বহু পরিবার বসতভিটা হারাচ্ছে, অথচ স্থায়ী কোনো পদক্ষেপ নেই।

এই সমস্যাগুলো এখনই সমাধানের উদ্যোগ নিতে হবে। আমি নির্বাচনের প্রতীক্ষায় না থেকে এসব বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছি।”

সভা শেষে হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। আপনাদের সহযোগিতায় আমি মানুষের পাশে থাকতে চাই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর