স্বপন রবি দাশ (হবিগঞ্জ)
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা চালিয়ে এজাহারভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার (২৯ জুন) দুপুরে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ চিরুনি অভিযানে ১৩ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে আটজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (২৮ জুন) ভোরে উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামে অভিযান চালাতে যায় নবীগঞ্জ থানা পুলিশ। ওসি শেখ মো. কামরুজ্জামানের নেতৃত্বে দলটি এজাহারভুক্ত আসামি নজর উদ্দিন (৪০) কে গ্রেফতার করতে গেলে স্থানীয়রা মসজিদের মাইক ব্যবহার করে ‘ডাকাত এসেছে’ বলে গুজব ছড়িয়ে দেয়।
পরবর্তীতে প্রায় দুই শতাধিক গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে নজর উদ্দিনকে ছিনিয়ে নেয় হামলাকারীরা। এতে তিন পুলিশ সদস্য—কনস্টেবল শাহ ইমরান (২৭), মোজাম্মেল হক (২৫) ও পল্টন চন্দ্র দাশ (২৫) আহত হন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হামলার সময় পুলিশের একটি গাড়ি ও দুটি সিএনজিচালিত অটোরিকশাও ভাঙচুর করা হয়। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আতিকুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, নজর উদ্দিন নবীগঞ্জের জনতার বাজারে পশুর হাট স্থানান্তর নিয়ে ইউএনও রুহুল আমিনের নেতৃত্বে অভিযানে বাধা দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি ছিলেন।
রোববারের চিরুনি অভিযানে বানিয়াচং সেনা ক্যাম্প, র্যাব ও নবীগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে দক্ষিণ গজনাইপুর, জনতার বাজার ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে যাদের আটক করা হয়, তারা হলেন—
ইকবাল হোসেন (৩১), দক্ষিণ গজনাইপুর; রোজেল মিয়া (২৫), পিরোজপুর; কাইয়ুম মিয়া (২২), দেওপাড়া ; সোহেল আহমেদ (২৩), রামলোহ; আবির আহমেদ জয় (১৯), আল আমিন (৬৬), পানিউমদা আরও দু’জনের নাম যাচাই চলছে
বানিয়াচং সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদ বলেন, “অভিযানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ একসাথে কাজ করেছে। আটককৃতদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।”
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, “আসামি গ্রেফতারে পুলিশের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। এতে আমাদের তিনজন সদস্য আহত হয়েছেন। ইতোমধ্যে মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”