26 C
Dhaka
Thursday, October 2, 2025

চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন 

আরও পড়ুন

মাহিদুল ইসলাম ফরহাদ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত মীমাংসা হওয়ার পরও ফয়সাল আলী (২৭) এর নেতৃত্বে জমি দখল, নতুন বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা শহরের রেহাইচর টোল ঘর এলাকায় সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে পরিবারের লোকজন।

সংবাদ সম্মেলনে, সিরাজুল ইসলাম তার স্ত্রীর পক্ষে লিখিত বক্তব্যে, বলেন গত ২০১৮ সালে রেহাইচর মৌজার জমি নিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে এবং সমস্যার সৃষ্টি করে। পরে সুষ্ঠ বিচারের জন্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সার্ভেয়ার, পৌরসভার কর্মকর্তা, রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয়দের উভয় পক্ষের সম্মতিক্রমে মিমাংসা করা হয়। মিমাংসায় সিরাজুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৫৪) ওয়ারিশ সূত্রে এবং ক্রয় সূত্রে জমি বুঝিয়ে পান।

প্রতিপক্ষ দীর্ঘ সাত বছর পর ২০২৫ সালের এপ্রিল মাসে জমি দখলের চেষ্টা করে। তারা দ্বিতীয় দফায় মীমাংসায় বসে ভুক্তভোগী জমির মালিক শেফালী বেগমের পক্ষে দ্বিতীয় দফা একই রায় আসে। কিন্তু মীমাংসার দুই মাসের মধ্যেই গত ২৪-২৫ জুন রাতের আধারে নতুন বাউন্ডারি ওয়ালটি সম্পূর্ণ ভেঙে দেয় ফয়সালের লোকজন। ঘটনার পরের দিন সকালে ফয়সাল কে বাউন্ডারি ভেঙ্গে ফেলার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বাউন্ডারি করতে দিবে না এই মর্মে ভয়-ভীতি এবং হুমকি প্রদান করেন।

এ বিষয়ে বিবাদি  ফয়সাল আলী মুঠোফোনে বলেন  আমার বিরুদ্ধে  এইসব  অভিযোগ  মিথ্যা ভিত্তিহীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর