25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ এর আরইএলআই প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

আরও পড়ুন

মাহিদুল ইসলাম ফরহাদ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)- এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভ্লিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মাদ কামাল বাশার -এর সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
এসময় এসডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক মোঃ মাহাবুবুর রশীদ এবং জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণসহ গ্রামসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, “রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভ্লিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই)” প্রজেক্ট বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়েরআর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রকল্প যা এসডিএফ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে দারিদ্রতা বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃজন, আর্থিক সহায়তার মাধ্যমে অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীতে আয়বর্ধনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা, গ্রামে স্থায়ী ও টেকসই সংগঠন তৈরি, সুবিধাবঞ্চিত ও সহায়সম্বলহীনদের জন্য এককালীন অনুদান প্রদান, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, বেকার যুবদের কর্মসংস্থান, জীবিকাউন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টিসহায়তা প্রদানসহ অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িতহচ্ছে।

শেষে এই কর্মশালার সভাপতি মোহাম্মাদ কামাল বাশার উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করে বিভিন্ন দিকনির্দেশনামুলক পরামর্শ প্রদান করেন এবং কর্মশালার পরিসমাপ্তি ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর