26 C
Dhaka
Thursday, October 2, 2025

আখতার হোসেনের ওপর ককটেল হামলার প্রতিবাদে এনসিপি খাগড়াছড়ি জেলা শাখার বিক্ষোভ ও মশাল মিছিল

আরও পড়ুন

বিপ্লব তালুকদার (খাগড়াছড়ি)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের প্রতিবাদে এনসিপি খাগড়াছড়ি জেলা শাখার মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল রাত ৮টা খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরের মুক্ত মঞ্চে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে এন সি পি খাগড়াছড়ি জেলা আয়োজিত প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় সংগঠক মনজিলা সুলতানা (ঝুমা) বলেন, ‘গত পরশু আমাদের অফিসের নিচে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তখন আমরা বিষয়টি গুরুত্ব দিইনি। কিন্তু গতকাল যখন দলের সদস্যসচিবের ওপর ককটেল নিক্ষেপ করা হলো, তখন আর চুপ করে থাকার অবস্থা থাকে না। ভয় দেখিয়ে এনসিপিকে আটকানো যাবে না। দেশের গুণগত পরিবর্তনের লক্ষ্যে এনসিপি কাজ করে যাবে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে কাজ করে যাব।’

খাগড়াছড়ি চেংগী স্কয়ার থেকে এই মশাল মিছিলটি শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় খাগড়াছড়ি মুক্তমঞ্চে।

পরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতা-কর্মীরা।

এই সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা এন সি পি’র সভাপতি বিপ্লব ত্রিপুরা, কেন্দ্রীয় যুবশক্তি সংগঠক হারিচুর রহমান রনি, খাগড়াছড়ি জেলা সংগঠক থুইচিং মারমা, সংগঠক শেখ সিনা রাসেল সহ দলটির নেতা-কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর