25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

২০২৬ সালের জুলাই থেকে পূর্ণোদ্যমে চালু হবে পায়রা বন্দর; চেয়ারম্যান মাসুদ ইকবাল

আরও পড়ুন

গোপাল হালদার, (পটুয়াখালী)

২০২৬ সালের জুলাই মাস থেকে পূর্ণোদ্যমে অপারেশনাল কার্যক্রম শুরু করবে পায়রা বন্দর। বুধবার (২৫ জুন) সকালে বন্দরের প্রথম টার্মিনাল ভবনের মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোঃ মাসুদ ইকবাল।

তিনি বলেন, পায়রা বন্দরের ১৯টি কম্পোনেন্ট বাস্তবায়নের মাধ্যমে এটি একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের সমুদ্রবন্দরে রূপান্তরিত হবে। বর্তমানে চ্যানেলের গভীরতা সাড়ে ছয় মিটারের বেশি। ফলে ৪০ থেকে ৫০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার মাদার ভ্যাসেল ভিড়তে পারছে। ভবিষ্যতে মেইনটেন্যান্স ড্রেজিংয়ের মাধ্যমে চ্যানেলের গভীরতা সাড়ে ১০ মিটারে উন্নীত করা হলে এটি দেশের অন্যান্য বন্দরের তুলনায় গভীরতর হয়ে উঠবে, ফলে আরও বড় জাহাজ ভিড়তে পারবে।

তিনি আরও বলেন, দুই বছরের একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, যার আওতায় দুটি ড্রেজার কিনে নিজস্ব তত্ত্বাবধানে ড্রেজিং করে খরচ কমানো হবে। পার্শ্ববর্তী বিদ্যুৎকেন্দ্রের কয়লা হ্যান্ডলিং করেই এই ব্যয় মেটানো সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।

বন্দর চেয়ারম্যান জানান, রাজধানীর সঙ্গে কম দূরত্বের কারণে পায়রা বন্দর সময় ও ব্যয় সাশ্রয়ী। নদীপথে ২৪ ঘণ্টাই কনটেইনার পরিবহনের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ৬ লেনের সড়ক নির্মাণ হলে যানজটমুক্তভাবে সড়কপথে কার্গো পরিবহনও সহজ হবে।

বন্দর সংশ্লিষ্ট অবকাঠামোর বিষয়ে তিনি বলেন, পায়রা বন্দরে দেশের দীর্ঘতম ৬৫০ মিটার জেটি, ৩,২৫,০০০ বর্গমিটার ব্যাকআপ ইয়ার্ড এবং ১০,০০০ বর্গমিটার আধুনিক সিএফএস শেড রয়েছে। একই সময়ে ১৫টি পর্যন্ত বাণিজ্যিক জাহাজ ট্রান্সশিপমেন্ট করতে পারে, যার ফলে দ্রুততম সময়ে পণ্য লোডিং ও আনলোডিং সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, নিজস্ব টার্মিনালের কার্যক্রম শুরুর আগেই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ইতোমধ্যে পায়রা বন্দর ৫২৯টি বৈদেশিক জাহাজ ও ৩,৪২৬টি দেশীয় লাইটারেজ হ্যান্ডেল করেছে। এর মাধ্যমে সরকার ২,০৭৯ কোটি টাকা রাজস্ব আয় করেছে।

সভায় তিনি জানান, বন্দরের কারণে ইতোমধ্যে এই অঞ্চলে শিল্প খাতে বড় বিনিয়োগ হয়েছে এবং আরও অনেক বিনিয়োগ প্রক্রিয়াধীন। ফলে পায়রা বন্দর পূর্ণাঙ্গভাবে চালু হলে দক্ষিণাঞ্চলের একটি অনগ্রসর জনপদে কর্মসংস্থান ও অর্থনৈতিক গতিশীলতা তৈরি হবে, যা জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

তিনি দেশের বৃহত্তর স্বার্থে পায়রা বন্দরের উন্নয়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর মোঃ আব্দুল কাদের এবং সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোঃ জামাল উদ্দিন চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন মোংলা, পায়রা, পানগাঁও ও ল্যান্ড পোর্ট পরিচালক সুমন হাওলাদার, ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক মামুনুর রশিদ, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফপ্রমুখ।

মতবিনিময় সভায় বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বন্দর ব্যবহারকারী অংশীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর