25 C
Dhaka
Thursday, October 2, 2025

নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আরও পড়ুন

শামিম হোসেন (নওগাঁ)

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁতেও পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫।

এ উপলক্ষে আজ বুধবার (২৫ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নওগাঁ সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা তিথি ( উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা)। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসেন, নওগাঁ জেলা নিরাপদ খাদ্য অফিসার চিন্ময় প্রামানিক, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট এনভায়রনমেন্টাল টেকনোলজি ও বিভাগীয় প্রধান শাহরিয়ার নাফিজ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, “প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এখনই যদি আমরা সচেতন না হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একটি বিপর্যস্ত পরিবেশের মুখোমুখি হবে।” তারা প্লাস্টিক পণ্যের ব্যবহার কমানো, পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

এছাড়াও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর