25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

সীমা পরিবর্তনে আশঙ্কা: উন্নয়ন ব্যাহত ও সম্প্রীতি নষ্টের শঙ্কা স্থানীয়দের

আরও পড়ুন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৭ নং সদর ইউনিয়নের সীমানায় ৮ নং চাতরী ইউনিয়নের ডুমুরিয়া ও রুদুরা গ্রাম অন্তর্ভুক্ত না করার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২৫ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের কাছে এই স্মারকলিপি প্রদান করেন ১১ আইনজীবী, সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান ইউপি সদস্যসহ ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল।

এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর আলী, এডভোকেট মোহাম্মদ আলমগীর, এডভোকেট মোহাম্মদ কায়সার, এডভোকেট উৎপল শীল , এডভোকেট দেবাশীষ নন্দী, এডভোকেট নন্টু চৌধুরী, এডভোকেট রানা মিত্র, হাবিবুর রহমান চৌধুরী, যীশু দাশ , সাগর মিত্র, তাপস চৌধুরী, সাবেক ইউপি সদস্য মোঃ আবদুল ছবুর,এডভোকেট আসাদুল আলম সালেক, মিন্টু লাল চৌধুরী, পলাশ মিত্র, প্রকাশ সরকার, কাজল নাথ, সজল মিত্র, মোঃ মহসিন, দিদারসহ প্রমুখ ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, স্বাধীনতার পরবর্তী সময়ে খিলপাড়া, বোয়ালগাঁও, ধানপুরা, আনোয়ারা (সদর), বিলপুরসহ ৯টি ওয়ার্ড নিয়ে ৭ নম্বর ইউনিয়ন গঠিত হয়। এই ইউনিয়নে বিভিন্ন ধর্ম ও পেশার মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে সম্প্রীতির পরিবেশ বিরাজ করছে। নতুন করে অন্য কোনো গ্রাম সংযুক্ত হলে তাতে আইনগত জটিলতা, উন্নয়ন কর্মকাণ্ডে বিঘ্ন এবং সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে।

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, ইউনিয়নের ৩০ হাজার মানুষের দাবি—বর্তমান সীমা রেখা বজায় রাখা হোক। নতুন কোনো সংযোজন বা বিয়োজন হলে ঐক্য-সম্প্রীতি ক্ষুণ্ণ হবে এবং সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম সাংবাদিকদের জানান, “আনোয়ারা সদর ইউনিয়নের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর