সানাউল্লাহ রেজা শাদ (বরগুনা)
বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি দিনে দিনে ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৯৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা এ বছর একদিনে সর্বোচ্চ শনাক্ত। আক্রান্তদের মধ্যে ৮০ জন বরগুনা জেনারেল হাসপাতালে এবং বাকি ১৩ জন জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
বরগুনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) সকাল পর্যন্ত বরগুনা সদর হাসপাতালে ৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া আমতলীতে ১ জন, বেতগীতে ২ জন, বামনায় ৬ জন এবং পাথরঘাটায় ৪ জন ভর্তি রয়েছেন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২৪২ জন রোগী। এ বছর এখন পর্যন্ত বরগুনা জেলায় ২ হাজার ৪৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৫৩ জন।
ডেঙ্গুতে এ পর্যন্ত বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬ জন। এছাড়া জেলার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ১৬ জন। সবমিলিয়ে বরগুনা জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ। তিনি বলেন, “দিন দিন ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এখন জনসাধারণকেই সচেতন হতে হবে, তা না হলে কোনোভাবেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।”
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, এই পরিস্থিতি সামাল দিতে হলে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতাও জরুরি। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ঘরের আশপাশে জমে থাকা পানি অপসারণ, মশারি ব্যবহার এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য।