আহসান হাবীব লায়েক (জকিগঞ্জ)
সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের হরাইত্রিলোচন (দুধেরচক) গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আব্দুল জলিল, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী এবং অপরপক্ষের আহমদ আল আরাফাতসহ তিনজন আহত হয়েছেন। বর্তমানে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় একপক্ষের আব্দুল জলিল জলু ১৮ জুন ২০২৫ তারিখে মামলা নং-৫ অনুযায়ী ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। অপরপক্ষের সাইফুল আলম ২১ জুন ২০২৫ তারিখে মামলা নং-৭ অনুযায়ী ৫ জনকে আসামি করে পাল্টা মামলা করেন।
আব্দুল জলিল অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে। পুকুরে বিষ দিয়ে মাছ নিধনসহ নানা রকম আর্থিক ক্ষতি করে আসছে বিবাদীরা। ১৩ জুন বিকেলে গাছ কেটে করাতকলে নিতে গেলে তাদের বাড়ির সামনে রাস্তায় অতর্কিত হামলা হয়। আমার চিৎকার শুনে অন্তঃসত্ত্বা স্ত্রী এগিয়ে এলে তাকেও জোর করে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। এসময় তার গলা থেকে দেড় ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়া হয় এবং আমাদের মেয়ে মোবাইলে ভিডিও ধারণ করতে চাইলে সেটিও ছিনিয়ে নেয়া হয়।”
অন্যদিকে, সাইফুল আলম বলেন, “আব্দুল জলিলের স্ত্রী ধারালো অস্ত্র হাতে আমাদের বাড়িতে হামলার চেষ্টা করে। এছাড়া এসএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটাতে আমাদের পক্ষের কিশোরদের উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, “রাস্তাঘাট, পুকুরঘাটে আমাদের পরিবারের নারীদের দেখলেই তারা অশালীন ও কুরুচিপূর্ণ কথাবার্তা বলে। ওইদিন পুকুরঘাটে এমন একটি অশালীন মন্তব্যকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়।”
স্থানীয় সূত্রে জানা গেছে, উভয় পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন। গাছ কাটাকে কেন্দ্র করে ১৩ জুন উত্তেজনার সৃষ্টি হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, অভিযোগের ভিত্তিতে দুটি মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত চলছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।