27.2 C
Dhaka
Thursday, October 2, 2025

জামালপুর বকশীগঞ্জে ৫ সাংবাদিককে হত্যার হুমকি-থানায় অভিযোগ

আরও পড়ুন

মোঃ সুমন মিয়া (বকশীগঞ্জ)

জামালপুরের বকশীগঞ্জে পেশাগত দায়িত্ব পালন কালিন ৫জন সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ। এব্যাপারে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন দৈনিক নয়া দিগন্ত সাংবাদিক আল মোজাহিদ বাবু।

শনিবার (২২ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ।

জানা যায়, উপজেলার বগারচর ইউনিয়নের ঘাষিরপাড়া সাত্তার খলিফার বাড়ী হইতে সামাদ হাজীর বাড়ী পর্যন্ত রাস্তা পাকা করণের কাজে ৯ লাখ ৩ হাজার টাকা বরাদ্দ হয়। বগারচর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পলাশ নিজেই উক্ত প্রকল্পের সভাপতি। অতি নিম্ন মানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তার নির্মাণ কাজ করায় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সরেজমিনে যান ৫জন সাংবাদিক। নির্মাণ কাজের তথ্য, ছবি ও ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হন বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রকল্প সভাপতি সোহেল রানা পলাশ। এসময় দৈনিক ইনকালাব সাংবাদিক এমদাদুল হক লালন, দৈনিক নয়া দিগন্ত সাংবাদিক আল মোজাহিদ বাবু, দৈনিক ভোরের বাণী সাংবাদিক আমিনুল ইসলাম, দৈনিক একুশে বাণী সাংবাদিক বাধন মোল্লা ও জামালপুর বার্তা সাংবাদিক ইমরান সরকারকে অকথ্য ভাষায় গালাগালি,হেনস্থা ও প্রাণ নাশের হুমকি দেন। চেয়ারম্যান তাদের ক্যামেরা ও মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় সাংবাদিকরা চেয়ারম্যানের আক্রমন থেকে রক্ষা পায়।

এ বিষয়ে ২১ জুন শনিবার দিবাগত রাতে দৈনিক নয়া দিগন্ত সাংবাদিক আল মোজাহিদ বাবু বাদী বকশীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান সোহেল রানা পলাশের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এব্যাপারে অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ জানান, ঘটনাস্থলে সামান্য ভুলবুঝাবুঝি হয়েছে। তৎসময়ে সাংবাদিকদের সাথে অশালিন আচরণ করা সঠিক হয়নি। অনাকাঙ্খিতভাবেই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর