26 C
Dhaka
Thursday, October 2, 2025

নবীগঞ্জে রাস্তার পাশে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে আত্মসাৎ !

নিজেকে দাবি করছেন বিএনপি নেতা

আরও পড়ুন

স্বপন রবি দাশ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে প্রকাশ্যে সরকারি রাস্তার পাশে থাকা রোপিত লক্ষাধিক টাকার গাছ কেটে আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব গাছ সরকারের সম্পত্তি হলেও দিনদুপুরে তা কেটে নেওয়া হচ্ছে প্রভাব খাটিয়ে।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি হলেন একই গ্রামের মৃত সমির উদ্দিনের পুত্র মঈনউদ্দিন মিয়া। তিনি নিজেকে বিএনপির নেতা বলে দাবি করলেও স্থানীয় বিএনপি বা প্রশাসনিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

গত বৃহস্পতিবার(২০জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে বেশ কয়েকটি গাছ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে এবং আরও কিছু গাছ কাটা চলমান। এলাকাবাসীর উপস্থিতিতে গাছ কাটার কারণ জানতে চাইলে মঈনউদ্দিন বলেন, “গাছগুলো সরকারি ঠিক আছে, তবে আমার ঘরের কাজে ব্যবহৃত প্রয়োজন এজন্যই কাটতেছি।

এহেন দিনদুপুর সরকারি গাছ লুটপাট দেখে হতবাক আশপাশের লোকজন৷ স্বীকারোক্তিতে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা প্রশ্ন তুলেছেন- ব্যক্তিগত প্রয়োজনের অজুহাতে কীভাবে দিনের বেলায় সরকারি গাছ কাটা হয়, তাও কোনো অনুমতি বা প্রশাসনিক অনুমোদন ছাড়াই?

এ ব্যাপারে ধামাচাপা দেওয়ার জন্য জোরঝাপ চালাচ্ছে একটি মহল।এ বিষয়ে সংশ্লিষ্ট বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী। তাদের দাবি, গাছ কাটার পেছনে যেই-ই থাকুক না কেন, প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর