27.2 C
Dhaka
Thursday, October 2, 2025

দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়া পরিবার পাশে ছিল”- দুলু

আরও পড়ুন

আল আমিন (নাটোর)

নাটোরে শিক্ষক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়া পরিবার সব সময় দেশের মানুষের পাশে ছিল।”

আজ শনিবার দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে দুলু বলেন, “তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনাকে একসময় পালাতে হয়েছিল। এখন আবার গণতন্ত্র ও ভাতের অধিকার ফিরে এসেছে।

তিনি আরও দাবি করেন, “আমার হাত ধরেই নাটোরের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। কোনো শিক্ষক আমার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ দিতে পারবেন না, কিন্তু আওয়ামী লীগ আমলে নিয়োগে লাখ লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে।

শিক্ষকদের উদ্দেশ্যে দুলু বলেন, “আপনারাই পারেন এই সমাজকে নতুনভাবে গড়ে তুলতে।

সমাবেশে সভাপতিত্ব করেন নাটোর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপনসহ শিক্ষক নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর