25 C
Dhaka
Thursday, October 2, 2025

ইন্দুরকানীতে ঝুঁকিপূর্ণ সেতুতে ট্রাক ওঠায় ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

আরও পড়ুন

সানাউল্লাহ রেজা শাদ (পিরোজপুর)

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ধারণক্ষমতার অতিরিক্ত কয়লা বোঝাই একটি ট্রাকসহ ধসে পড়েছে মালবাড়ি বেইলি সেতু। শুক্রবার (২০ জুন) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পিরোজপুর-কলারন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সেতু ধসের ফলে রাত থেকেই সড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কলারন, সন্ন্যাসী, ইন্দুরকানী-পিরোজপুর রুটসহ আশপাশের বহু এলাকার হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনার কয়রা উপজেলা থেকে কয়লা বোঝাই একটি ট্রাক খোলপটুয়ার আরওয়ান ব্রিকসের দিকে যাচ্ছিল। ঝুঁকিপূর্ণ ঘোষণা থাকা সত্ত্বেও অনুমোদিত সীমার চেয়ে দ্বিগুণ ওজনের (প্রায় ১০ টন) কয়লা নিয়ে ট্রাকটি সেতু পার হতে গেলে সেটি ধসে পড়ে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যান।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কয়েক সপ্তাহ আগে সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এবং ৫ টনের বেশি ওজনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেয়। এ লক্ষ্যে সেতুর দুপাশে সতর্কতামূলক সাইনবোর্ডও টানানো হয়। তবুও এ নির্দেশনা উপেক্ষা করে চালক সেতুর ওপর ট্রাক উঠালে ঘটে এ বিপর্যয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাগর জমাদ্দার, মো. রেজাউল করিম এবং কার্যসহকারী সুধাংশু শিকদার। তারা জানান, দ্রুত সময়ের মধ্যে সেতু মেরামতের ব্যবস্থা নেওয়া হবে, যাতে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ট্রাকটি অতিরিক্ত বোঝাই ছিল এবং সেটিই সেতু ধসের মূল কারণ। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন, তাদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর