25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত ২

আরও পড়ুন

আল আমিন (নাটোর)

নাটোরের যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং অপর ২ জন আহত হয়েছে।

আজ ২০ জুন শুক্রবার বিকেল ৫ টার দিকে নাটোর -রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত এবং নিহতরা সিএনজির যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, আজ ২০ জুন শুক্রবার বিকেলে যাত্রী নিয়ে সিএনজির চালক রাজশাহী থেকে নাটোরের দিকে আসছিলেন। একই সময়ে সিরাজগঞ্জ থেকে রাব্বি নামের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে বিকেল পাঁচটার দিকে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে সিএনজি অটো রিক্সা এবং যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটো রিক্সার ১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অপর ৩ যাত্রীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে নিয়ে আসার পর ১ জনের মৃত্যু হয়। আহত ২ জনের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত যাত্রী নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরো জানান, আহত নিহত কারোর পরিচয় সনাক্ত করা যায়নি। তাদের পরিচয় সনাক্তের কাজ চলছে।

এদিকে বাসের চালক এবং সহকারী পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর