25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

হবিগঞ্জে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ভুয়া পরীক্ষার্থী আটক, মোবাইল কোর্টে সাজা

আরও পড়ুন

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) 

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে প্রণব চন্দ্র দেব (২৩) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ জুন) সকালে শহরের বিআইএএম ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, আটক প্রণব চন্দ্র দেব বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের বিধান চন্দ্র দেবের পুত্র। তিনি নির্ধারিত পরীক্ষার্থীর পরিচয়ে ভুয়া পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেন। বিষয়টি সন্দেহজনক হলে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরতরা তাকে চ্যালেঞ্জ করেন এবং পরে হাতেনাতে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত প্রণব চন্দ্র দেবকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়েছে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

প্রশাসন জানিয়েছে, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর