26 C
Dhaka
Thursday, October 2, 2025

হবিগঞ্জে সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা ।। দুই প্রতারক আটক

আরও পড়ুন

স্বপন রবি দাশ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ভূবিরবাক গ্রামে সিআইডি পরিচয়ে এক সহকারী শিক্ষককে অপহরণের চেষ্টাকালে দুই প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৯ জুন)বিকালে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

জানা যায়, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ রতন দাশের বাড়িতে মোটরসাইকেলে করে এসে দুই ব্যক্তি নিজেদের সিআইডি সদস্য পরিচয় দিয়ে তাকে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেন। তারা দাবি করেন, পলাশের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

শিক্ষক পলাশ রতন দাশ জানান, অভিযুক্তরা প্রথমে একজন ‘জয়ন্ত সরকার’কে চেনেন কিনা তা জানতে চান। এরপর তাকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে চান। তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে প্রতারকদের ধরে ফেলেন। পরিচয় জানতে চাওয়া হলেও তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি।

স্থানীয়রা দুই প্রতারককে আটকে কুর্শি ইউনিয়ন পরিষদে নিয়ে যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেন।

পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়। আটক ব্যক্তিরা বিভ্রান্তিকর পরিচয় দেয়। একজন কখনও নিজেকে বাঞ্ছারামপুরের লুৎফুর রহমানের ছেলে মহিবুর রহমান পান্না (৪২) বলে, আবার বলে সে আগে হিন্দু ছিল, নাম ছিল নরোত্তম। অন্যজন নিজেকে সুনামগঞ্জের পার্বত্যপুর গ্রামের মনাফ মিয়ার ছেলে আমির হোসেন (৪০) বলে পরিচয় দেয়।

তাদের কাছ থেকে একটি রানার ১০০ সিসি মোটরসাইকেল, দুটি মানিব্যাগ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি বাটন মোবাইল জব্দ করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতারক চক্র নতুন কৌশলে গ্রামে ঢুকে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলছে। তারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর