26 C
Dhaka
Thursday, October 2, 2025

পঞ্চগড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে জাল ডলার মাদকসহ আটক -৬

আরও পড়ুন

মোঃ রাশেদুল ইসলাম (পঞ্চগড়)

পঞ্চগড়ে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সুনির্দিষ্ট তথ্যের প্রেক্ষিতে মাদক ও জাল নোট সহ ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে।

জানা গেছে , তাদের এই চক্রটি দির্ঘদিন থেকে এমন অবৈধ কর্মকান্ড করে আসছে। আটকের সময় তাদের কাছে নকল আমেরিকান জাল ডলার ৮০ হাজার, ৪ টি বাটান মোবাইল, ২টি এনড্রোয়েট ফোন, বাংলাদেশী ৫৫০ টাকা, মাদক দ্রব্য ও নেশা জাতীয় ইনজেকশন, ট্যাবলেট, একটি কালো রঙের ১৫০ সিসি পালচার মটরসাইকেল সহ জব্দ করে সেনাবাহিনী।

সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে প্রথমে পঞ্চগড় চৌরংগীর মোর, খালপারা,ও পরবর্তীতে দেবীগঞ্জ তাদের নিজ বাড়ি থেকে জাল নোট সহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। দুপুরে আটকৃতদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয় এবং পরবর্তী কার্যক্রম পঞ্চগড় সদর থানা পুলিশে মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পুর্ন করে আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয় বাংলাদেশ সেনাবাহিনী পঞ্চগড় এর কমান্ডার মেজর মেহেদী গণমাধ্যমকর্মীদের বলেন, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে এই নকল টাকা ব্যবসায়ী চক্রটিকে ধরতে সক্ষম হয়। তিনি সকলকেই সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে সেনাবাহিনীকে সহযোগীতা করার আহ্বান জানান। ভবিষৎতে এই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর