25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

মাধবপুরে অবৈধ বালু উত্তোলন: ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

আরও পড়ুন

স্বপন রবি দাশ (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সোহেল মিয়া নামে এক ব্যক্তিকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮জুন) বিকালে উপজেলার শাহপুর মেটাডোর কোম্পানির পাশের ছড়ায় অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে সোহেল মিয়াকে আটক করে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

সোহেল মিয়া শাহপুর গ্রামের আরজু মিয়ার ছেলে।

মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব বলেন, “অবৈধভাবে রাস্তার পাশের মাটি কেটে প্রবাহমান খাল ভরাট করার অভিযোগে সোহেল মিয়াকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে খালটি উদ্ধার করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”

স্থানীয় প্রশাসনের এমন পদক্ষেপে এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে অবৈধ মাটি ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর