26 C
Dhaka
Thursday, October 2, 2025

বকশীগঞ্জে বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু।

আরও পড়ুন

মোঃ সুমন মিয়া (বকশীগঞ্জ)

জামালপুর বকশীগঞ্জে বল খেলতে গিয়ে বিষধর সাপের কামড়ে আবু সাঈদ (৮) নামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার(১৮জুন) সকালে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের জানকিপুর দিকপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ নিলাক্ষিয়া ইউনিয়নের জানকিপুর দিকপাড় গ্রামের সাদা খন্দকারের ছেলে। সে নিলক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র।

নিহতের চাচা মনিরুল হোসেন জানান, আবু সাঈদ আজ সকাল ৮ টার দিকে সহপাঠিতের সাথে বাড়ীর পাশে ফুটবল খেলছিলো। খেলার এক পর্যায়ে বলটি মাঠের বাইরে চলে যায়। আবু সাঈদ বলটি আনতে গেলে সেখানে ডান পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয় ।

ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন জানান, নিহতের স্বজনদের কাছ থেকে জানতে পারি আবু সাঈদ
নামে এক শিক্ষার্থীকে বিষধর সাপে কামড় দিয়েছিল। পরে অচেতন অবস্থায় তাকে ময়মনসিহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর