25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়িতে শুরু হলো বিটিজেকেএস এর ফুটবল টুর্নামেন্ট

আরও পড়ুন

বিপ্লব তালুকদার (খাগড়াছড়ি)

বিটিজেকেএস এর উদ্যোগে খাগড়াছড়ির ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ফুটবল টুর্নামেন্ট।

মঙ্গলবার বিকেলে ‘বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ’-বিটিজেকেএস এর আয়োজনে এবং খাগড়াছড়ি ফুটবল একাডেমির সহযোগিতায় এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। বেলুন উড়িয়ে টুর্নামেন্ট আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করে”। বিটিজেকেএসের এই উদ্যোগ পাহাড়ি অঞ্চলের তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ ও মেধা বিকাশে ভূমিকা রাখবে।”

আয়োজকরা জানিয়েছে, এই টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলার বিভিন্ন ক্লাবের মোট ২২টি দল অংশ নিচ্ছে। মাসব্যাপী এই আয়োজন তরুণ ক্রীড়াবিদদের মাঝে উৎসাহ ও প্রতিযোগিতার চেতনা সৃষ্টি করবে।

উদ্বোধনী ম্যাচে খুমপৈই ক্লাবকে বেতছড়ি মারমা পাড়া একাদশক ০৪-০১ গোলে হারায়।

ভবিষ্যতে এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। তাদের প্রত্যাশা, “পাহাড়ি অঞ্চলের তরুণরা একদিন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও নিজেদের জায়গা করে নেবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর