25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

কাঁচা রাস্তা দুর্ভোগ পাকা করার দাবি

আরও পড়ুন

মোঃ সুমন মিয়া (বকশীগঞ্জ)

জামালপুর বকশীগঞ্জ বাট্টাজোর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গোয়ালগাঁও ফজিলত পাড়া যাওয়ার রাস্তা উজ্জ্বল ব্রিকস ফিল হতে আনুমানিক প্রায় দুই কিলোমিটার ফকির আলীর বাড়ি পর্যন্ত রাস্তাটি কাঁচা। স্থানীয় বাসিন্দারা বলছেন, ছোট বড় গর্তে ভরা এই রাস্তায় শুকনো মৌসুমে কোনো রকমে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে মোটেই সম্ভব নয়। তা ছাড়া শুকনা মৌসুমেও বিভিন্ন যান বাহনের চাকা গর্তে আটকে যাচ্ছে। ঘটছে নানা দুর্ঘটনা।

প্রতিদিন পাঁচ গ্রামের সাধারণ মানুষ ও স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা চলাফেরায় অনেক অসুবিধায় ভোগছেন। রাস্তাটি পাকা হলে শিক্ষার্থীসহ জনসাধারণের ভোগান্তি দূর হবে।

বিশেষ করে সামান্য বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে যানবাহন চলাচলতো দূরের কথা, পায়ে হেঁটে যেতেও অসুবিধায় পড়তে হচ্ছে। এলাকার চাষিরা উৎপাদিত সবজি বিভিন্ন বাজারে আনা-নেওয়া করেন রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাসহ ছোট ছোট বিভিন্ন যানবাহনে।

স্থানীয় বাসিন্দারা জানান, এ অঞ্চলের সবজি সারা দেশে সরবরাহ করে থাকেন। পরিশেষে এলাকাবাসীর জোর দাবি প্রশাসন মহলের কাছে এই রাস্তাটি যেন দ্রুত পাকা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর