25 C
Dhaka
Thursday, October 2, 2025

চলতি বছরে বরিশালে প্রথম করোনা রোগী শনাক্ত ।। স্বাস্থ্য বিভাগের লুকোচুরি

আরও পড়ুন

সানাউল্লাহ রেজা শাদ (বরিশাল)

বরিশালে এ বছর প্রথমবারের মতো এক ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তবে রোগী শনাক্তের পর দুই দিন পেরিয়ে গেলেও এ বিষয়ে পরিষ্কার কোনো তথ্য দিতে পারছে না স্বাস্থ্য বিভাগ। উল্টো তথ্য গোপন করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত শনিবার (১৪ জুন) বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে ‘তুষার’ নামের এক ব্যক্তির কোভিড পরীক্ষায় পজিটিভ ফল আসে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, আক্রান্ত ব্যক্তিকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে তিনি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর কাউকে না জানিয়ে হাসপাতাল ত্যাগ করেন।

তিনি আরও বলেন, “সরকারি ল্যাবে পরীক্ষার সময় আমরা অনেক সময় পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করি না। শুধু নাম ও বয়স রাখা হয়। ফলে রোগীর বয়স ২৫-৩০ বছরের মধ্যে হলেও বিস্তারিত ঠিকানা বা পরিচয় আমাদের কাছে নেই।”

এই অবস্থায় রোগী কোথায় অবস্থান করছেন, কার কার সংস্পর্শে এসেছেন, সে সম্পর্কেও কিছুই জানে না স্বাস্থ্য বিভাগ। সংবাদকর্মীরা বিস্তারিত জানতে চাইলে বিভাগীয় পরিচালক বলেন, “আপনারা আমাদের ওপর ভরসা রাখুন। আমরা চেষ্টা করছি রোগটিকে নিয়ন্ত্রণে আনতে।”

তবে করোনা ভাইরাসের মতো সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার পরও তার পরিচয় গোপন রাখার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নাগরিক সমাজের অনেকেই বলছেন, স্বাস্থ্য বিভাগ যদি রোগীর সঠিক পরিচয় না জানে, তবে তার সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না।

উল্লেখ্য, বরিশাল বিভাগে দীর্ঘদিন করোনা সংক্রমণের তেমন কোনো খবর না থাকলেও এই নতুন শনাক্তের ঘটনায় আবারও সচেতনতা ও সতর্কতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর