সরোয়ার হোসেন (ফরিদপুর)
গতকাল রাত ৪টার সময় শারীরিক প্রতিবন্ধী সদরপুর ৪ রশি গ্রামের ৫৫ বছর বয়সী স্বপন কুমার ঘোষের দোকান ঘর ভাংচুর শেষে লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। স্বপন ঘোষ এর অভিযোগ নুরুল্লাহগঞ্জ উচা বাজারের নুরু ফকির ইতিপূর্বে তাকে মারধোর ও দোকান ঘর ভেঙে ফেলার হুমকি দেয় এবং গতকাল রাতের আধারে নুর ফকির লোকজন নিয়ে তার দোকান ভেঙে দোকানের টিন লুটপাট করে নিয়ে যায়।
ইতিপূর্বে শারীরিক প্রতিবন্ধী স্বপন ঘোষ বলে ২৫ শতাংশ জমি তার নিজ নামে ছিল কিন্তু তার ভাতিজা পার্শ্ববর্তি ভাংগা থানার অ্যাডভোকেট নিতাই চন্দ্র দে প্রতারণা মাধ্যমে ভুয়া দানপত্র তৈরি করে নিজ নামে লিখে নেন। এ নিয়ে ইতিপূর্বে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করা হয়।
স্বপন ঘোষ এর বক্তব্য নিতাই চন্দ্র এর কাছ থেকে নুরু ফকির জমি নিতে চায় তাই নুরু ফকির আমার ওপর বল প্রয়োগ করে। নুরু ফকির সদরপুর কলেজ রোডে বিসমিল্লা টাইলস এন্ড সেনেটারী দোকানের মালিক। স্বপন ঘোষ এখন জনগণ ও সরকারের কাছে সঠিক বিচার চায়।