25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরের লালপুরে আওয়ামীলীগ নেতা মঞ্জু হত্যার প্রধান আসামি গ্রেফতার

আরও পড়ুন

আল আমিন (নাটোর)

নাটোরের লালপুরে পৌর আওয়ামীলীগ নেতা এবং লালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর রহমান মঞ্জু হত্যার প্রধান আসামি হাসান আলী টুমনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গতকাল ১৫ জুন রবিবার ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাসান আলী টুমন শিবপুর খাঁপাড়া গ্রামের মোজাফফর আলীর ছেলে।

উল্লেখ্য গত বছরের ৩০ মে রাত দশটার দিকে নাটোর লালপুর উপজেলার আজিমনগর রেল স্টেশনের পাশে একটি চায়ের স্টলে আড্ডার সময় কয়েকজন দুর্বৃত্ত মুনজুর রহমান মঞ্জুর মাথায় এবং পেটে পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে। পরে ওই বছরের ২ মে নিহত মুনজুর রহমানের ভাই ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি টুমন পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়,লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন নিহত মুনজুর রহমান মঞ্জু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর