24.5 C
Dhaka
Friday, October 3, 2025

মাদকবিরোধী সংবাদ প্রকাশ করায় ‘দৈনিক মতপ্রকাশ’-এর চুনারুঘাট প্রতিনিধি জুয়েল আকরাম রানার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ

আরও পড়ুন

হবিগঞ্জ প্রতিনিধি

মাদকবিরোধী প্রতিবেদন প্রকাশ করায় হবিগঞ্জের চুনারুঘাট থানায় দৈনিক মতপ্রকাশ পত্রিকার উপজেলা প্রতিনিধি জুয়েল আকরাম রানার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সাংবাদিক জুয়েল আকরাম রানা চুনারুঘাট উপজেলায় দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে মাদক, দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধানমূলক সংবাদ প্রকাশ করে আসছেন। সম্প্রতি উপজেলার একটি আলোচিত মাদক চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পরপরই তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়, যা উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক বলে দাবি করেছেন তিনি।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ। তারা বলেন, সত্য তুলে ধরাই একজন সাংবাদিকের দায়িত্ব। অথচ এখন সত্য বললেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়, যা সাংবাদিকতার জন্য চরম হুমকিস্বরূপ।

জুয়েল আকরাম রানা বলেন, “আমি জনস্বার্থে মাদকের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেছি। এটি কিছু স্বার্থান্বেষী মহলের গায়ে লেগেছে বলেই তারা থানায় মিথ্যা অভিযোগ করেছে। আমি এর ন্যায়বিচার প্রত্যাশা করছি।”

চুনারুঘাট থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি প্রাথমিকভাবে যাচাই করা হচ্ছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন এই ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিক রানা’র পাশে দাঁড়িয়েছে এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর