মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়দারোগাহাট এলাকার রূপসী ঝর্ণায় গোসলে নেমে আসিফ উদ্দিন (২৪) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আসিফ উদ্দিন চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি কামাল গেট এলাকার বাসিন্দা মো. গোলাপের ছেলে। তিনি ইসলামিয়া ডিগ্রি কলেজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রাম শহর থেকে আসিফ তার আরও চার বন্ধুর সঙ্গে রূপসী ঝর্ণায় ঘুরতে যান। সবাই মিলে ঝর্ণার পানিতে গোসল করতে নামলে কিছুক্ষণ পর আসিফ নিখোঁজ হয়ে যান। বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন।
খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের বন্ধু মেহেদী হাসান বলেন,
“সকাল সাড়ে ১১টার দিকে আমরা পাঁচ বন্ধু মিলে রূপসী ঝর্ণায় আসি। ঝর্ণার পানিতে সবাই মিলে গোসল করছিলাম। কিছুক্ষণ পর আসিফকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। না পেয়ে ৯৯৯-এ ফোন দিই। পরে ফায়ার সার্ভিস এসে তার মরদেহ উদ্ধার করে। মুহূর্তেই বন্ধু চলে গেল—বিশ্বাস করতে পারছি না। ওর পরিবারকে কীভাবে খবর দেব, বুঝতে পারছি না।”
মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং উদ্ধারকারী দলের দলনেতা শাহলঙ্গ মারমা বলেন,
“৯৯৯ নম্বরে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় ডুবুরি ও স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহিদ আরমান বলেন,
“আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এর আগে শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে একই জেলার সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোটদারোগাহাট এলাকায় ‘সহস্রধারা-২’ ঝর্ণায় পানিতে ডুবে মারা যান তাহসিন আনোয়ার (১৭)। তিনি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন এবং জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক (উপসচিব) লুৎফুন নাহারের একমাত্র সন্তান।
দুই দিনের ব্যবধানে জনপ্রিয় পর্যটন স্পট দুইটিতে তরুণ-তরুণীদের এভাবে মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয়রা পর্যটন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।