24.3 C
Dhaka
Friday, October 3, 2025

চুনারুঘাটে খোয়াই নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় মাদ্রাসাছাত্র উদ্ধার

আরও পড়ুন

স্বপন রবি দাশ (হবিগঞ্জ)

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাকুরিয়া এলাকায় খোয়াই নদীর ব্রিজের নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। শনিবার (১৪ জুন) দুপুরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

উদ্ধার হওয়া ছাত্রের নাম সিয়াম আহমেদ (১৫)। সে চুনারুঘাট পৌরসভার বরাইল গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নদীর পাশে ঝোপের মধ্যে সিয়ামকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তারা প্রথমে উদ্ধার করেন। পরবর্তীতে তার শ্বাস-প্রশ্বাস চলমান দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিয়ামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চিকিৎসা শেষে রাতেই কিছুটা সুস্থ হলে সিয়ামকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। কীভাবে এবং কেন সে এমন অবস্থায় সেখানে পড়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সিয়াম জানিয়েছে, সে কাউকে চিনতে পারেনি।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি অপহরণ, নির্যাতন না অন্য কিছু—তা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর