25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

বরগুনায় ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: দায় এড়াতে পারে না পৌরসভা

আরও পড়ুন

সানাউল্লাহ রেজা শাদ (বরগুনা)

প্রতিদিনই বেড়ে চলেছে বরগুনায় ডেঙ্গু রোগের বিস্তার। দিন যত যাচ্ছে, ততই আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। শহরের অভ্যন্তরে নিয়মিত জলাবদ্ধতা, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং অযত্নে পড়ে থাকা ঝোপঝাড় এডিস মশার প্রজননের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষ করে বরগুনা পৌরসভার কাঠপট্টি, নাথপট্টি, আমতলাপাড় খালসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়ভাবে পর্যবেক্ষণে দেখা গেছে, এসব এলাকাতেই মূলত এডিস মশার বিস্তার বেশি, যেখান থেকে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ছে আশপাশের গ্রামাঞ্চলে।

পৌর শহরের কোল ঘেঁষে অবস্থিত লাকুরতলা গ্রামে সংক্রমণের প্রভাব স্পষ্ট। এ এলাকার বহু মানুষ শহরকেন্দ্রিক পেশায় নিয়োজিত থাকায় শহর থেকেই ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে পড়ছে লাকুরতলাসহ পার্শ্ববর্তী গ্রামগুলোতে।

সরেজমিনে পৌরসভা ও লাকুরতলা গ্রামের প্রায় ৫০টি পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, শুরুতে অনেকে ডেঙ্গুকে তেমন গুরুত্ব দেননি। তবে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সবাই কিছুটা নড়েচড়ে বসেছেন। অনেকে কয়েল, মশারির মতো প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছেন ঠিকই, তবে বেশিরভাগ পরিবারই এখনও সচেতন নন। বিশেষ করে অনেকেই মনে করেন এডিস মশা শুধুমাত্র সন্ধ্যাবেলায় কামড়ায়, ফলে দিনের বেলায় তারা কোনোরকম সুরক্ষা নেন না।

এদিকে বরগুনা পৌরসভার পক্ষ থেকে এখনো পর্যন্ত ব্যাপক কোনো মশানিধন কর্মসূচি চোখে পড়েনি। শহরের বিভিন্ন এলাকায় এখনো ছিটানো হয়নি মশার ওষুধ। পৌর কর্তৃপক্ষের এমন উদাসীনতা জনমনে অসন্তোষ ও আতঙ্ক তৈরি করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জনসচেতনতা এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া এই পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে। এখনই ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি বরগুনায় মহামারির রূপ নিতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর