25 C
Dhaka
Thursday, October 2, 2025

আজমিরীগঞ্জে হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, প্রাণ গেছে দুটি মহিষের

আরও পড়ুন

স্বপন রবি দাশ (হবিগঞ্জ)

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন আলমগীর মিয়া (৪০) নামের এক কৃষক। শনিবার (১৪ জুন) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আলমগীর মিয়া উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর আগলা হাটি গ্রামের বাসিন্দা কুদ্দুছ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গ্রামের পার্শ্ববর্তী হাওরে গরু চড়াতে যান আলমগীর। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এদিকে একই সময়, ওই ইউনিয়নেরই পৃথক একটি স্থানে বজ্রপাতে এক নারীসহ আরও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ছাড়া আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের গুইয়ারবন্দ এলাকায় বজ্রপাতে দুটি মহিষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা রোধে পূর্ব সতর্কতা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর