25 C
Dhaka
Thursday, October 2, 2025

করোনা রোধে সবাইকে মাস্ক পরতে হবে: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

আরও পড়ুন

বিপ্লব তালুকদার (খাগড়াছড়ি)

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে। নিজেকে সুস্থ রাখার পাশাপাশি অন্যকেও সুস্থ রাখতে হবে। সরকার প্রাণঘাতী করোনার বিভিন্ন ভ্যারিয়েন্ট থেকে দেশের মানুষকে রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। জনগণকে করোনা ভাইরাস প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান । খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ উদ্যোগে খাগড়াছড়ি শাপলা চত্বরে করোনা সংক্রমণ রোধে মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বক্তৃতায় এসব কথা বলেন।

চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়ছে, ইতোমধ্যে আমরা অনেক মানুষকে হারিয়েছি। এরপরও এখনো অধিকাংশ মানুষ মাস্ক পরে না। সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। এসময় তিনি আরো বলেন, মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করুন। জেলা ও উপজেলা পর্যায়ে মাস্ক বিতরণে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে জানান ।

পরে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে, যাত্রী, চালক, শ্রমিক, ব্যবসায়ী ও জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন। মাস্ক বিতরণে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর