27.2 C
Dhaka
Thursday, October 2, 2025

মাধবপুরে চুরি হওয়া ছয়টি গরু উদ্ধার, এক চোর আটক

আরও পড়ুন

স্বপন রবি দাশ হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে চুরি যাওয়া ছয়টি  উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হলেও চোরচক্রের বাকি সদস্যরা এখনো পলাতক রয়েছে।

সোমবার (৩রা জুন) রাতে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ অলিপুর এলাকা থেকে চোরাই গরুবাহী একটি ডিআই পিকআপ ভ্যানকে ধাওয়া করে। একপর্যায়ে বাহুবল থানার সহায়তায় দৌলতপুর ব্রিজ এলাকায় গাড়িটি আটক করা হয়। গাড়িটিতে থাকা ছয়টি গরু উদ্ধার করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কান্ত নাথ জানান, গাড়িতে থাকা সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে গরু চুরির বিষয়টি স্বীকার করে। আটক ব্যক্তির নাম মনির আহমেদ, তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার পাকারিয়া গ্রামের বাসিন্দা। তার সঙ্গে থাকা আরও ৪-৫ জন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে মাধবপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, উদ্ধারকৃত গরুগুলো মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে চুরি হয়েছিল।

ওসি দিলিপ কান্ত নাথ আরও জানান, উদ্ধার হওয়া গরু, চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান এবং আটক মনির আহমেদকে গরুর প্রকৃত মালিকসহ মাধবপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মাধবপুর থানা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর