26 C
Dhaka
Thursday, October 2, 2025

ঈদুল আজহা সামনে রেখে নবীগঞ্জ পৌর পশুর হাটে জমজমাট বেচাকেনা

আরও পড়ুন

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি::

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার সালামতপুর এলাকায় অবস্থিত পৌর পশুর হাটে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। দেশজুড়ে নানা প্রান্ত থেকে আগত খামারি ও পশু বিক্রেতাদের পাশাপাশি স্থানীয় ক্রেতাদের ভিড়ে হাটে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটজুড়ে চলছে গরু, ছাগল, মহিষসহ বিভিন্ন কোরবানির পশুর বেচাকেনা। বড় আকৃতির ও মোটা-তাজা পশুর প্রতি ক্রেতাদের আগ্রহ তুলনামূলকভাবে বেশি। হাটে চোখে পড়ছে পছন্দমতো পশু খোঁজার ব্যস্ততা এবং দরদাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের আলোচনা।

এক খামারি জানান, “কয়েক মাস ধরে পরিচর্যা করা গরু হাটে তুলেছি। এখন পর্যন্ত ক্রেতাদের আগ্রহ দেখে আশাবাদী মনে হচ্ছে।” অন্যদিকে এক ক্রেতা বলেন, “পশুর মান ভালো। দামও তুলনামূলকভাবে সহনীয়। চেষ্টা করছি ঈদের আগে পছন্দমতো পশু কিনে নিতে।”

পৌর কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হাটের শৃঙ্খলা বজায় রাখতে এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। হাটে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং চলমান রয়েছে স্বাস্থ্যবিধি মানার আহ্বান।

সব মিলিয়ে ঈদুল আজহা সামনে রেখে সালামতপুর পৌর পশুর হাটে ক্রমেই জমে উঠছে কোরবানির পশুর বেচাকেনা। এতে ঈদ ঘিরে স্থানীয় জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে আনন্দঘন ও প্রস্তুতিমূলক আমেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর