25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

আওয়ামী নেতা নিউটন মহাজন গ্রেফতার

আরও পড়ুন

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি::

খাগড়াছড়ির দীঘিনালায় রাজনৈতিক মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিউটন মহাজনকে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ জুন) বিকালে ০৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করে দীঘিনালা থানা পুলিশ।

পুলিশ জানায়, দীঘিনালা থানার উপ- পরিদর্শক (এসআই) মো. আলা উদ্দিন ও এসআই মো. শফিকুল ইসলাম শফিক সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানার সহায়তায় এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পর তাকে দীঘিনালা থানায় নিয়ে আসা হয়। তিনি ০৫ আগস্ট পরবর্তী সময়ে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতার হওয়া নিউটন মহাজন (৫৬) দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি। তিনি উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘দীঘিনালা থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। মামলাটি ০৫ আগস্ট পরবর্তী দায়ের হওয়া এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। গ্রেফতারের পর তাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মঙ্গলবার (০৩ জুন) আদালতে সোপর্দ করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর