আল আমিন, নাটোর প্রতিনিধি ::
নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকাপের ধাক্কায় অপর পিকাপের চালক ও আম ব্যবসায়ী নিহত হয়েছে।
চাকা ফেটে বিকল হওয়া পিকাপটিতে নতুন চাকা লাগানোর সময় পেছন থেকে আরেকটি পিকাপ তাদের ধাক্কা দিয়ে চলে যায়।
সোমবার (২ জুন) দিনগত রাত ১১টার দিকে নাটোর শহরের চকবৈদ্যনাথ (চামড়া পট্রি) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ী মজিদ(৭০) এবং পিকআপ চালক রনি(৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ কানসাট থেকে পিকআপ ভর্তি আম নিয়ে মজিদ নামে এক আম ব্যবসায়ী পাবনা যাচ্ছিলেন। রাত ১১টার সময় শহরের চকবৈদ্যনাথ (চামড়া পট্রি) এলাকায় পিকআপটি পৌঁছালে হঠাৎ টায়ার পাংচার হয়। এসময় পিকআপের চালক রনি ও আম ব্যবসায়ী মজিদ গাড়ি থেকে নেমে পিছনে গিয়ে পাংচার হওয়া চাকা খুলছিলেন। এসময় হঠাৎ পিছন দিক থেকে আসা চলন্ত আরেকটি পিকআপ সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
খোঁজ নিয়ে জানা যায়, রাত ১১টা থেকে নাটোর শহরে প্রচন্ড ঝড় শুরু হয়। এতে শহরের মধ্যে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এ সময় বনবেলঘড়িয়া বাইপাস থেকে নাটোর শহরগামী একটি পিকাপ চকবৈদ্যনাথ চামড়াপট্টি অতিক্রমের সময় টায়ার বাস্ট হয়। এসময় চালক ও তার সহকারি পিকাপটি পেছনে বেঁধে রাখা একটি অতিরিক্ত চাকা খুলতে পেছনে আসেন। এসময় পেছন থেকে আরেকটি পিকাপ তাদের এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
নাটোর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনায়েতুল হক বলেন, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়া হয়েছে।