আল আমিন, নাটোর প্রতিনিধি :::
নাটোরের লালপুরে তামাক চাষ করতে গিয়ে ঋণগ্রস্থ হয়ে স্বামী-স্ত্রী একসাথে আত্মহত্যা করেছে।
আজ সোমবার (২জুন) সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কচুয়া গ্রামের ওজল আলীর ছেলে রইজুল (৪২) ও তার স্ত্রী ফাতেমা (৩৮)।
স্থানীয় সূত্রে জানাযায় বিভিন্ন এনজিও ও সুদের কারবারিদের থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে তামাক চাষাবাদ করেন রইজুল। কিন্তু শিলা বৃষ্টিতে তামাকের ব্যাপক ক্ষতির ফলে লোকসানের মুখে পড়ে ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছেন বলে ধারণা করেন তারা।
নিহতের ছেলে সম্রাট জানান তার বাবা মায়ের সাথে রাতে খাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরে সকাল ৭টার দিকে মায়ের ঘরে গিয়ে দেখেন তার মা মৃত অবস্থায় বিছানার উপর পরে আছে। এসময় তার আত্ন চিৎকারে ছুটে আসেন প্রতিবেশিরা। এসময় সম্রাট তার বাবার খোঁজ করতে গিয়ে বাড়ির পাশে তামাক প্রক্রিয়াজাতকরণ ঘরে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে বিষয় জানালে ঘটনাস্থলে গিয়ে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোমিনুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।