নিজস্ব প্রতিবেদক ::
দেশের ৫৫ তম বাজেট ঘোষণা করেছে অন্তবর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার বিকেল তিনটায় তিনি ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ তার বাজেট বক্তৃতায় বাংলাদেশকে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বনমুক্ত জাতিতে রূপান্তরিত করার ওপর জোর দিয়েছেন।
অর্থ উপদেষ্টার আশা, ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় তৈরি’ এ বাজেট ন্যায়সঙ্গত ও টেকসই সমাজ গড়ে তোলার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের চেষ্টা করবে।
অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং একটি উন্নত সমাজ গঠনের লক্ষ্যে সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে, তার মূল লক্ষ্য হল শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নির্গমনকারী একটি সমাজ প্রতিষ্ঠা করা।
স্টার্টআপ, ব্লু ইকোনমি, তথ্যপ্রযুক্তি শিল্প এবং পরিবেশবান্ধব প্রযুক্তিপণ্য উৎপাদনে উৎসাহ দিতে বরাদ্দ ও কর ছাড়ের বিভিন্ন প্রস্তাব এসেছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে। প্রযুক্তি ও উদ্ভাবন খাতকে অগ্রাধিকার দিয়ে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সোমবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা।
নতুন প্রযুক্তিভিত্তিক উদ্যোগ ও তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে প্রস্তাব করা হয়েছে ১০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল। এই তহবিলের মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তাদের মূলধন সহায়তা এবং ব্যবসায়িক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে গবেষণা কার্যক্রমে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রযুক্তিনির্ভর এই গবেষণার লক্ষ্য হবে সমুদ্রসম্পদ, পরিবেশ ও জ্বালানি খাতে নতুন উদ্ভাবনের পথ খোঁজা।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ঠেকাতে নানা ধরনের প্রযুক্তিনির্ভর কার্যক্রমের জন্য জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব এসেছে। এর আওতায় গণমাধ্যমের জলবায়ু সংবেদনশীলতা ও তথ্য উপস্থাপনার সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার কথাও বলেছেন উপদেষ্টা।
তিনি বলেন, ‘আমি স্বস্তি এবং আনন্দের সাথে জানাতে চাই, মাত্র ১০ মাসেরও কম সময়ে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সে লক্ষ্য পূরণে অনেকদূর এগিয়ে যেতে সক্ষম হয়েছে। জুলাই অভ্যুত্থান এর পর যে আশায় আমরা বুক বেঁধেছিলাম তা খুব শীঘ্রই আমরা পূরণ করতে সক্ষম হবো ইনশাল্লাহ।’
১ জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন ২০২৫-২৬ অর্থবছরের এই বাজেট প্রস্তাব পাস হবে আগামী ৩০ জুন।সর্বশেষ ২০০৮ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংসদের বাইরে বাজেট দেওয়া হয়েছিল।