26 C
Dhaka
Thursday, October 2, 2025

নবীগঞ্জে কৃষকদের অংশগ্রহণে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

আরও পড়ুন

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি::

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের অংশগ্রহণে “পার্টনার কংগ্রেস” শীর্ষক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জুন) দুপুর ১টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ আয়োজন করা হয়।

২০২৪-২৫ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ – পার্টনার” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই কংগ্রেসে কৃষি উৎপাদন, পুষ্টি এবং উদ্যোক্তা উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। তিনি স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং সমন্বিত কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আকতারুজ্জামান। তিনি বলেন, “এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে কৃষকদের প্রযুক্তি জ্ঞান প্রদান, পুষ্টিকর খাদ্য উৎপাদনে উৎসাহ দেওয়া এবং কৃষি উদ্যোক্তা হিসেবে তাদের সক্ষমতা বৃদ্ধি করা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাকারিয়া আহমেদ,নবীগঞ্জ প্রেসক্লাবে সদস্য স্বপন রবি দাশ,সাগর আহমেদসহ কৃষি বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় কৃষক, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর