সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ।
রবিবার (১ জুন) বিকালের দিকে উপজেলার ২ নং বারৈয়ারঢালা ইউনিয়নের পাহাড়ের ফরেষ্ট অফিস সংলগ্ন রাস্তার পাশ থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, পাহাড়ের পাদদেশে ফরেষ্ট অফিস সংলগ্ন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেন। ওই বৃদ্ধ খালি গায়ে ছিল। তার পরনে লুঙি এবং পায়ে সেন্ডেল পরা ছিল। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন।
সীতাকুণ্ড মডেল থানার সেকেণ্ড অফিসার এস আই জাফর আহমেদ বলেন, ফরেস্ট অফিস সংলগ্ন একটি লাশ পড়ে আছে এমন খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতলে প্রেরণ করি। লাশের পরিচয় সনাক্ত করতে চেষ্টা চলছে বলে জানান তিনি।